যুক্তরাষ্ট্রের আসন্ন ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরি বেছে নেয়া হবে যিনি হবেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের নতুন অতিথি নির্বাচনের লক্ষ্যে চূড়ান্ত প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে। অর্থাৎ ক্ষমতাসীন ডেমোক্রেট, বিরোধীদলীয় রিপাবলিকানসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই প্রক্রিয়ায় দলীয় প্রাইমারি বা ককাস আয়োজন করছে। স্থানীয় সময় মঙ্গলবার ১৯ এপ্রিল [বাংলাদেশ সময় আজ বুধবার] নিউইয়র্কে ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হয়। এতে ডেমোক্রেট দল থেকে জয় পেয়েছেন ফ্রন্টরানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর রিপাবলিকান দল থেকে জয়ী হয়েছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে জয়ের মধ্য দিয়ে উভয় প্রার্থীই দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেলেন।
নিউইয়র্কে প্রাইমারি শেষে ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে কার ডেলিগেট প্রাপ্তির সংখ্যা কত দাঁড়ালো তা নিচে তুলে ধরা হলো :
হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স : নিউইযর্ক প্রাইমারিসহ এখন পর্যন্ত ৩৫টি রাজ্যে ডেমোক্রেটদের প্রাইমারি বা ককাস অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হিলারি জয় পেয়েছেন ১৯টিতে। আর তার প্রতিদ্বন্দ্বী ভেরমোন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স জিতেছেন ১৬টিতে। নিউইয়র্কে জয়ের মধ্য দিয়ে হিলারির প্রাপ্ত মোট ডেলিগেট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯৩০টি। এর মধ্যে প্লেজড ডেলিগেট ১,৪৪৩টি ও সুপারডেলিগেট ৪৮৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের মোট ডেলিগেট প্রাপ্তির সংখ্যা ১,২২৩টি। এর মধ্যে প্লেজড ডেলিগেট ১,১৮৩টি ও সুপারডেলিগেটস মাত্র ৪০টি।
উল্লেখ্য, ডেমোক্রেটদলীয় মনোনয়ন পেতে কোনো প্রার্থীর প্রাপ্ত মোট ডেলিগেট সংখ্যা হতে হবে কমপক্ষে ২,৩৮৩টি।
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প : নিউইযর্কসজ এখন পর্যন্ত ৩২টি রাজ্যে রিপাবলিকানদলীয় প্রাইমারি বা ককাস অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০টি রাজ্যে জয়ী হয়েছেন নিউইয়র্কের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। নিউইযর্কসহ তার প্রাপ্ত মোট ডেলিগেটের সংখ্যা ৮৪৭টি। নিউইয়কের রিপাবলিকানদলীয় ডেলিগেটের সংখ্যা ৯৫টি।
টেড ক্রুজ : কানাডা বংশোদ্ভূত টেক্সাস সিনেটর রিপাবলিকান টেড ক্রুজ এখন পর্যন্ত ১০টি রাজ্যের প্রাইমারি বা ককাসে জয় পেয়েছেন। এখন পর্যন্ত তার প্রাপ্ত মোট ডেলিগেটের সংখ্যা ৫৫৩টি। সর্বশেষ নিউইযর্ক প্রাইমারিতে তিনি মাত্র ১৪.২ শতাংশ ভোট পেয়েছেন।
জন কাসিচ : রিপাবলিকানদলীয় আরেক মনোনয়ন প্রত্যাশী ওহাইওর বর্তমান গভর্নর জন কাসিচ কেবল তার নিজ এলাকার প্রাইমারিতেই জয় পেয়েছেন। এখন পর্যন্ত তার প্রাপ্ত ডেলিগেটের সংখ্যা ১৪৮।
উল্লেখ্য, রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেতে হলে কোনো প্রার্থীর মোট ১,২৩৭ ডেলিগেটের সমর্থন পেতে হবে। সূত্র : সিএনএন ও উইকিপিডিয়া
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল ২০১৬/শরীফ