আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সরকারি নিরাপত্তা সংস্থার ভবনের সামনে মঙ্গলবারের আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় নিহতের সংখ্যা ৬৪ জনে দাঁড়িয়েছে। বুধবার আফগান সরকারের বরাত দিয়ে এখবর জানিয়েছেন আল-জাজিরা।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিকি বলেন, তালেবানের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৪ জন। এছাড়া আহত হয়ে ৩৪৭ জন হাসপাতালে ভর্তি আছেন।
এর আগে, মঙ্গলবার কাবুলের একটি সরকারি নিরাপত্তা ভবনের সমানে বাসে প্রথমে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের পর জঙ্গিরা আরও বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়। এসব ঘটনায় অন্তত ২৮ জন নিহত এবং ৩ শতাধিক আহত হয়।
তালেবান গোষ্ঠী হামলার পরপরই দায় স্বীকার করে। গত অগাস্টে কাবুলে ট্রাক বোমা হামলায় ২৪০ জন আহত হওয়ার পর সেখানে এটিই সবচেয়ে বড় হামলা।
এদিকে, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে অত্যন্ত কড়া ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৬/মাহবুব