বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি মার্কিন নাগরিক সুসান্নাহ মুশাত জোনস মারা গেছেন। গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জেরনটোলোজি নামে একটি রিসার্চ গ্রুপ জানায়। তার বয়স হয়েছিল ১১৬ বছর। খবর রয়টার্সের
১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম নিয়েছিলেন সুসান্নাহ জোনস। তবে তিনি নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন। হাইস্কুলের গণ্ডী পেরুনোর পর ১৯২২ সালে তিনি নিউ জার্সিতে চলে যান এবং পরে সেখান থেকে নিউইয়র্কে চলে আসেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'র তথ্যানুসারে, জোনস নিউইয়র্কে গৃহরক্ষক ও শিশুসেবক হিসেবে কাজ করতেন। ১৯৬৫ সালে তিনি এ থেকে অবসর নেন। প্রচুর ঘুম এবং ধূমপান ও অ্যালকোহল গ্রহণ না করাটাই তার দীর্ঘজীবনের পেছনের রহস্য বলে তিনি জানিয়েছিলেন।
এদিকে, জোনসের মৃত্যুর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নতুন ব্যক্তিতে পরিণত হলেন ইতালিয়ান এম্মা মোরানো মারতিনোজ্জি। তারও বয়স ১১৬ বছর। একই রিসার্চ গ্রুপ একথা জানায়।
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৬/শরীফ