যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৪ জন। দেশটির জন নিরাপত্তা বিভাগের বরাত দিয়ে রবিবার এ খবর জানিয়েছে সিএনএন।
জন নিরাপত্তা বিভাগের মুখপাত্র কোনরাড হেইন বলেন, বাসটি টেক্সাসের কাছাকাছি মেক্সিকো বর্ডারের কাছ দিয়ে যাচ্ছিল। পরে এটি একটি ক্যাসিনো হোটেলের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই সাত জন নিহত হয়েছে। এছাড়া আহত অবস্থায় হাসপাতালে আরও এক জন মারা যান।
তিনি আরও জানান, বাসটি রিও গ্র্যান্ড ভেলি থেকে যাত্রা করেছিল। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় এটি সীমান্তবর্তী শহর লারেদো থেকে ৩৫ মাইল উত্তরে বাসটি দুর্ঘটনার শিকার হয়। নিশ্চিত করে না বললেও দুর্ঘটনায় বাসচালকও আহত হয়েছেন বলে তিনি বিশ্বাস করেন।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব