পানামা কেলেঙ্কারিতে এবার নাম জড়াল পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানের পরিবারের। প্রকাশিত নথিতে তার চার ঘনিষ্ঠ আত্মীয়কে বাহামার একটি সংস্থার মালিক হিসাবে দেখানো হয়েছে।
এই বিতর্কিত পরমাণু বিজ্ঞানীর ভাই আবদুল কায়ুম খান, স্ত্রী হেন্দ্রিনা এবং দুই মেয়ে দিনা ও আয়েশাকে ওয়াহদত লিমিটেড নামে একটি বিদেশি সংস্থার মালিক হিসাবে দেখানো হয়েছে। এই সংস্থাটির রেজিস্ট্রেশন বাহামার।
অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন আবদুল কাদির খান। তিনি বলছেন, এই সংস্থার নাম কোন দিন শোনেননি তিনি। তার স্ত্রী ও মেয়েরাও এই সংস্থার নাম শোনেনি। তিনি জানিয়েছেন, তার ভাই হাবিব ব্যাংকে কাজ করত। ওই স্বাক্ষরগুলিকে জাল বলে দাবি করেছেন তিনি।
বিডি প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ হিমেল-১০