ভারতের অন্ধ্র প্রদেশের গুনতুরে একটি নির্মাণাধীন শপিং কমপ্লেক্সের একটি মাটির পিলার ধসে কমপক্ষে ৭ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল রাতে গুনতুরের লক্ষীপুরামস্থ হরিহর সিনেমা হলের নিকটস্থ ওই নির্মাণাধীন শপিং কমপ্লেক্সের সাইটে। এ ঘটনায় মারিয়া দাস নামে এক ব্যক্তি অলৌকিকভাবে বেঁচে গেছেন। খবর দ্য হিন্দুর
শ্রমিকেরা শপিং কমপ্লেক্সটির একটি দেয়াল দাঁড় করাচ্ছিল। এ সময় একটি পিট ঘিরে থাকা মাটির স্তূপ বা পিলার ধসে পড়লে তারা মাটি ও কাদার মধ্যে চাপা পড়েন। শ্রমিকেরা মাটির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কর্তৃপক্ষ এতে কান দেননি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে, উদ্ধার তঃপরতা চালাতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং আগুন ও জরুরি বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ