ভারতের তেলেঙ্গানার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও সাত শিশু রয়েছে। শনিবার মাঝরাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রাজ্যের আদিলাবাদ জেলায়।
জেলার পুলিশ সুপার তরুণ যোশী জানান ‘গতকাল গভীর রাতে ভাইসানা শহরের পাশেই পাথরভর্তি দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রী বোঝাই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজি’র মধ্যে থাকা ১৪ জন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান আরো আরও ১ যাত্রী। আহত আরও কয়েকজন যাত্রীকে পাশ্ববর্তী নিজামাবাদ জেলার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
নিহতদের প্রত্যেকেই মহারাষ্ট্র রাজ্যের নান্দের জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা প্রত্যেকেই তেলেঙ্গানার নিজামাবাদে একটি ইঁট ভাটায় শ্রমিকের কাজ করতো। গতকাল রাতে ওই সিএনজিটি ভাড়া করে আদিলাবাদের একটি মন্দিরের দিকে যাচ্ছিলেন তারা।
বিডি-প্রতিদিন/১৫ মে ২০১৬/শরীফ