ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শুরু হতে যাচ্ছে ৪র্থ "ওমেন ডেলিভারি গ্লোবাল কনফারেন্স"। আগামী ১৬ মে শুরু হয়ে চলবে ১৯ মে পর্যন্ত। নারী স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৭ সালে লন্ডনে। এরপর ২০১০ সালে ওয়াশিংটন ও ২০১৩ সালে কুয়ালালামপুর শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবারের কোপেনহেগেন সম্মেলনের মূল ফোকাস নারীর স্বাস্থ্য, শিক্ষা, অধিকার ও প্রজনন, লিঙ্গসমতা। ইতোমধ্যে ১৫০ দেশের প্রতিনিধি , ২০০০ এর অধিক সংগঠক, প্রায় পাঁচশ' বিদেশি সাংবাদিকসহ ৫০০০-৬০০০ ডেলিগেট কোপেনহেগেন শহরে অবস্থান করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব মার্গারাত চান, বিল গেটস ফাউন্ডেশনের মিলিন্ডা গেটসসহ অনেকে উপস্থিত হয়েছেন।
বাংলাদেশ সরকার প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন অর্থপ্রতিমন্ত্রী এমএ মান্নান। আরও আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি এমপি, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, নাহিম রাজ্জাক এমপি, ওয়াসেকা আয়েশা খান এমপি। এছাড়া বিভিন্ন এনজিও'র শতাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ আফরোজ