অবশেষে ব্রিটেনে সম্পত্তি কেনার কথা স্বীকার করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান। কর বাঁচাতেই বৈধ উপায়ে একটি বিদেশি সংস্থার মাধ্যমে লন্ডনে ফ্ল্যাট কিনেছিলেন বলে দাবি তার। আর ইমরানের এই ঘোষণার পর শাসকদল পিএমএল (এন)-এর কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে সাবেক এই ক্রিকেটারকে। খবর এবেলা'র।
গতকাল লন্ডনের হিথরো বিমানবন্দরে ইমরান খান জানান, ১৯৮৩ সালে ‘নিয়াজি সার্ভিসেস লিমিটেড’ নামে একটি বিদেশি সংস্থা তৈরি করে তার মাধ্যমে লন্ডনে একটি ফ্ল্যাট কেনেন তিনি। সংস্থাটি মূলত খেলার সরঞ্জাম তৈরির। এভাবে সম্পত্তি কেনার উদ্দেশ্য ছিল কর ফাঁকি দেওয়া।
ইমরান বলেন, আমি আয়ের ৩৫ শতাংশ কর দিচ্ছিলাম। আরও করের বোঝা এড়াতে ওই বিদেশি সংস্থা গঠন করেছিলাম। এতে বেআইনি কিছু নেই। ব্রিটেনের নাগরিক না হওয়ায় ওই সংস্থা গঠনের পূর্ণ অধিকার আমার ছিল।
এদিকে, ইমরান খানের এই স্বীকারোক্তির পর ‘অস্বস্তিতে’ পড়েছে তার দল। কারণ এর আগে পিটিআইয়ের তরফে দাবি করা হয়েছিল, দলের চেয়ারম্যান বিদেশের কোনো সংস্থার মালিক নন। ইমরানও একাধিকবার বিদেশে সম্পত্তি থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৫ মে, ২০১৬/ আফরোজ