ফিলিপাইনে মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে আনতে কংগ্রেসে প্রস্তাব দেবেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্দেহভাজন অপরাধীদের গুলি করে হত্যার অনুমোদন দেওয়ার ব্যাপারেও তার প্রস্তাব থাকবে। খবর বিবিসি বাংলার।
ফিলিপাইনে অনুষ্ঠিত নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনো ঘোষিত হয়নি। প্রাথমিক ফলাফলে দুতের্তে বিজয়ী। কংগ্রেসের অনুমোদন পাওয়ার পর জুনের ৩০ তারিখে পরবর্তী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন রদরিগো দুতের্তে।
এর আগে ফিলিপাইনের দক্ষিণের শহর দাভাও-এর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন দুতের্তে। সেইসময় তিনি কঠোরভাবে অপরাধ দমন করে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন।
উল্লেখ্য, ২০০৬ সালে ফিলিপাইনে মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ মে, ২০১৬/ আফরোজ