যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেমফিস শহরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি ব্যক্তিমালিকানা প্লেন। এতে চারজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় সোমবার সকাল ৯টার দিকে টুপেলো বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
টুপেলো পুলিশের প্রধান বার্ট আগুরে বলেন, প্লেন দুর্ঘটনায় পাইলটসহ আরও তিন যাত্রীর মৃত্যু হয়েছে।
‘ছয় আসনের সিঙ্গেল ইঞ্জিনচালিত বিচ বোনানজা প্লেনটি টেক্সাসের একটি কোম্পানির নামে নিবন্ধন করা। প্লেনের যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে।’
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন