জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রভাব বিস্তার রোধে লিবীয় সরকারকে অস্ত্র সহায়তা দেয়ার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রসবিশ্বের ২৫টি দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ভিয়েনায় এক বৈঠক শেষে সোমবার ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির।
লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র দূরে রাখতে জাতিসংঘ দেশটিতে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে ভিয়েনায় জন কেরি বলেন, লিবিয়ার ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিশ্বশক্তি কাজ করবে।
তিনি আরও বলেন, লিবিয়ার জন্য আইএস নতুন হুমকি এবং একে ঠেকানো জরুরি হয়ে পড়েছে।
এর আগে, গত মাসে লিবিয়ার সরকার সতর্ক করে দিয়ে বলেছিল, আই্এসকে থামানো না গেলে জঙ্গিগোষ্ঠীটি দেশটির অধিকাংশ এলাকা দখল করে নিতে পারে।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৬/মাহবুব