দক্ষিণ কোরিয়ার লেখক হান কাঙ ২০১৬ সালের সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার ম্যান বুকার জয় করেছেন।‘দ্য ভেজেটেরিয়ান’ উপন্যাসের জন্য তিনি বুকার পেলেন।
মানুষের নির্মমতা প্রত্যাখ্যান করতে চাওয়া এক নারী যিনি মাংস খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষাশী হয়ে ওঠেন তাকে কেন্দ্র করেই এই উপন্যাসটি লেখা হয়েছে। উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন ডেবোরাহ স্মিথ।
বিচারক প্যানেলের চেয়াম্যান বয়েড টনকিন বলেন, দক্ষিণ কোরিয়ান লেখক হান কাঙের কাজটি ছিল অবিস্মরণীয়ভাবে শক্তিশালী এবং মৌলিক।পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ মূল লেখক হান এবং তার ব্রিটিশ অনুবাদক স্মিথ উভয়ের মাঝে ভাগ করে দেওয়া হবে।
ক্রিয়েটিভ রাইটিং-এর প্রভাষক হান কাঙের প্রথম উপন্যাস এটি যা ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে।এ ব্যাপারে হান বলেন, 'নিজের একটি ছোটগল্প ‘দ্য ফ্রুট অব মাই উইমেন’ পরিমার্জনা করতে গিয়ে এই উপন্যাসটির গল্প মাথায় আসে।'
এর আগে ২০১৫ সালে এই পুরস্কার পান হাঙ্গেরির লেখক ল্যাসলু ক্রাসনাহোরকাই।
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৬/ হিমেল-২০