ফ্যান্সের প্যারিস থেকে মিশরের কায়রোগামী ইজিপ্ট এয়ারের একটি যাত্রীবাহী বিমান ‘নিখোঁজ’ হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।
ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষের মতে, বিমানটিতে ৫৯ জন যাত্রী ও ১০ জন ক্র সদস্য ছিল। বুধবার দিবাগত রাত ১১টার দিকে বিমানটি প্যারিসের চ্যালস দি গল বিমানবন্দর থেকে উড্ডয়ণ করে। এরপর বৃহস্পতিবার সকালে বিমানটির রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব