গণভোটের দাবিতে ভেনেজুয়েলার কারাকাসে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে অন্তত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আল-জাজিরা ও বিবিসির।
সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে শুরু বিক্ষোভের তৃতীয় দিনে প্রায় ১০০০ কর্মী-সমর্থক নিয়ে বিরোধীরা জাতীয় নির্বাচনী পরিষদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করলে পথিমধ্যে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে।
প্রসঙ্গত, বিশ্ববাজারে তেলের দাম ধরে না রাখতে পারায় তীব্র অর্থনৈতিক সংকট এবং জীবনযাত্রার মান বিপর্যস্ত হয়ে পড়েছে ভেনেজুয়েলায়। এরই পরিপ্রেক্ষিতে বিরোধী দল গণভোটের দাবি জানিয়ে আসছে। এ অবস্থায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ৬০ দিনের জরুরি অবস্থার ঘোষণা করলে শুরু হয় সরকার বিরোধী আন্দোলন।
বিক্ষোভকারীরা বিবিসিকে বলেছেন, ভেনেজুয়েলায় এ মুহূর্তে কোনো স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব না। খাবার ও প্রয়োজনীয় ওষুধের অভাব যেমন প্রকট, তেমনি বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে।
সেই সঙ্গে ব্যাপক মুদ্রাস্ফীতির মধ্যে লুটপাটের মতো ঘটনা ছড়িয়ে পড়ছে।
তবে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো নিজের মেয়াদ পূর্ণ করার আগে গণভোট না করার ব্যপারে এখনো অনড় অবস্থানে রয়েছেন। তার দাবি, এই অবস্থায় গণভোট 'টেকসই' নয়।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব