ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে স্পষ্টই এগিয়ে আছেন ‘আম্মা’ জয়ললিতা। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী আম্মা’র অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনিত্রা কাঝাগম (এআইএডিএমকে) ১৩২টি আসনে এগিয়ে। খবর আনন্দবাজর পত্রিকার।
সকাল থেকে শুরু হওয়া তামিলনাড়ুর ২৩৪ আসনের মধ্যে করুণানিধির ডিএমকে (দ্রাবিড় মুনিত্রা কাঝাগম) ৭৬ আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দলের কোনো আসনে বিজয়ী হওয়ার খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব