যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জনমত জরিপে এই প্রথম ডেমোক্রেট দলীয় সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে এগিয়ে গেলেন। ফক্স নিউজের সর্বশেষ এক জাতীয় জনমত জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের ৪৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। অার হিলারির ক্ষেত্রে এ হার ৪২ শতাংশ। যদিও এক্ষেত্রে কয়েক পয়েন্টের মার্জিন অব এরর রয়েছে। তবে উভয় প্রার্থীর ব্যাপারেই জরিপে অংশ নেয়া নিবন্ধিত ভোটারদের মাঝে নেতিবাচক মতামত রয়েছে। খবর পিটিআই'র
ফক্স নিউজ গত ১৪ থেকে ১৭ মে এক হাজার ২১ জন নিবন্ধিত ভোটারদের মাঝে জরিপটি চালায়। এতে এই প্রথমবারের মতো হিলারির চেয়ে এগিয়ে আছেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প। অথচ গত সপ্তাহে পরিচালিত অপর এক জরিপেও হিলারি এগিয়ে ছিলেন। সিএনএন-ওআরসির প্রায় ২ সপ্তাহ আগে পরিচালিত অপর এক জরিপে হিলারির সমর্থন ছিল ৫৪ শতাংশ যেখানে ট্রাম্পের তা ছিল ৪১ শতাংশ। ভোটের দিন যতই এগিয়ে আসছে জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ততই বাড়ছে।
ফক্স নিউজের জরিপে আরো দেখা গেছে, শ্বেতাঙ্গ ভোটারদের মাঝে স্বাভাবিকভাবেই এগিয়ে ট্রাম্প। শ্বেতাঙ্গ ভোটারদের ৫৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। অার হিলারির প্রতি সমর্থন আছে ৩১ শতাংশ শ্বেতাঙ্গের। তবে কৃষ্ণাঙ্গ ও হিসপানিকদের মাঝে হিলারির জনপ্রিয়তা বেশি। ৯০ শতাংশ কৃষ্ণাঙ্গ যেখানে হিলারিকে সমর্থন করেন সেখানে ট্রাম্পের ক্ষেত্রে এ হার মাত্র ৭ শতাংশ। আর হিসপানিকদের মাঝে হিলারির জনপ্রিয়তা ৬২ শতাংশ এবং ট্রাম্পের ক্ষেত্রে তা ২৩ শতাংশ।
এদিকে, জরিপে আরো দেখা গেছে যে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেট দলীয় আরেক প্রেসিডেন্ট প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। জরিপে অংশগ্রহণকারীর মধ্যে ৪৬ শতাংশ স্যান্ডার্সকে সমর্থন দিয়েছেন। আর ট্রাম্পের এ হার ৪২ শতাংশ।
উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৬/শরীফ