অাসামে ক্ষমতায় এসেই বিজেপি'র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সোনোয়াল বলেছেন অনুপ্রবেশ ঠেকাতে ভারত-বাংলাদেশ অরক্ষিত সীমান্ত সিল করে দেওয়া হবে।
বৃহস্পতিবারই অাসাম বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। রাজ্যে ১৫ বছরের কংগ্রেসের সরকারকে উৎখাত করে প্রথম বারের জন্য রাজ্যটিতে ক্ষমতায় এসেই বিজেপির নেতা, রাজ্যটির হবু মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন ‘অনুপ্রবেশ বন্ধে আমাদের প্রথম কাজই হবে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া। এবং প্রকৃত ভারতীয় নাগরিকদের নামের একটি তালিকা তৈরি করা হবে। সে তারাই হিন্দুই হোক কিংবা মুসলিম। এই দুটিই আমাদের কাছে প্রধান চ্যালেঞ্জ’।
সোনোয়াল আরও বলেন ‘রাজ্যের মানুষ আমাদের জোটকে মেনে নিয়েছেন। এটা সত্যিই আমাদের কাছে একটা বড় জয়। রাজ্যের মানুষ এই জোটের জন্যই অপেক্ষা করছিলেন। আমাদের প্রধান লক্ষ্য হল প্রকৃত ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত করা। তারা হিন্দুই হোক কিংবা মুসলিম সেটা কোন বিষয় নয়। আমাদের বৃহত্তর অাসামবাসীর স্বার্থ রক্ষা করতেই হবে। যেখানে অসমিয়া, বিহারী, মারওয়ারি, বাঙালি, হিন্দু, মুসলিম, খ্রীষ্টান, শিখ সব গোষ্ঠীর মানুষ। আমাদের একসাথে কাজ করতে হবে, একসাথে বাস করতে হবে, একসাথে লড়াই করতে হবে’।
নির্বাচনী প্রচারনায় এই ইস্যুটিকে হাতিয়ার করেই কংগ্রেস সরকারকে নিশানা করেছিল বিজেপি। এমনকি ক্ষমতায় আসলে এটাই যে তাদের প্রধান কাজ সেকথাও বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দলটির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
প্রসঙ্গত ১২৬ আসন বিশিষ্ট অাসামে এই প্রথম বারের মতো ক্ষমতায় এল বিজেপি নেতৃত্বাধীন জোট।
বিডি-প্রতিদিন/ ১৯ মে ১৬/ সালাহ উদ্দীন