ইসলামিক স্টেট আইএসের নতুন একটি প্রচারমূলক ভিডিওতে তিন ভারতীয় নাগরিককে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুজন উগ্রবাদী গোষ্ঠী 'ইন্ডিয়ান মুজাহিদিন'র সাবেক সদস্য। এরা উত্তর প্রদেশের আজমগড়ের বাসিন্দা। অপরজন মহারাষ্ট্রের কল্যাণ এলাকার। এদের মধ্যে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে বলে গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে। সিরিয়ার হোমস শহরে চলা লড়াইয়ে যোগ দিতে ভারতীয় নাগরিকদের আহ্বান জানিয়ে ভিডিওটি ছাড়া হয়। খবর দ্য হিন্দুর
ভিডিওটিতে একদল জঙ্গিকে একে-৪৭ হাতে ছোটো ছোটো নৌকায় অবস্থান করতে দেখা যাচ্ছে। জঙ্গিদের বেশিরভাগ সদস্যের মুখেই দাঁড়ি রয়েছে। ভিডিওটি বৃহস্পতিবার রাতে ইন্টারনেটে প্রকাশ করা হয় তবে এটি কখন রেকর্ড করা হয়েছে তা পরিস্কার নয়।
বিডি-প্রতিদিন/২১ মে ২০১৬/শরীফ