ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে শনিবার তাকে স্মরণ করছে গোটা দেশ। এদিন সকালে নয়াদিল্লির রাজীব গান্ধীর সমাধিস্থল ‘বীর ভূমি’-তে গিয়ে ফুলেল শ্রদ্ধা জানান তাঁর স্ত্রী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, পুত্র কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী এবং মেয়ে জামাই রবার্ট।
রাজীবের পরিবারের সদস্যরা ছাড়াও এদিন সমাধিস্থলে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী, সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংসহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা।
এদিকে, ট্যুইট করে রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বলিউডের অভিনেতা রীতেশ দেশমুখ।
প্রসঙ্গত, ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরামপুদুরে এক নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার সময় আত্মঘাতী মানববোমার হামলায় নিহত হন ভারতের ষষ্ঠ ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
বিডি-প্রতিদিন/ ২১ মে, ২০১৬/ আফরোজ