পাকিস্তানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির আল-কায়েদা প্রধান তায়েব নেওয়াজ ওরফে হাফিজ আব্দুল মতিনসহ ৭ জঙ্গি নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পাকিস্তানি পত্রিকা দ্য ডনের উদ্ধৃতি দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে দেশটির মুলতান শহরে সন্দেহভাজন জঙ্গি সন্দেহে একটি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এসময় বন্দুকযুদ্ধে ওই ৭ জঙ্গি নিহত হয়।
জঙ্গিরা দেশটির একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলো বলে জানিয়েছেন পুলিশ। সংঘর্ষের পর নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মুলতানের নিশটার হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৬/মাহবুব