থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং রাই এলাকায় একটি স্কুলের আবাসিক হলে অগ্নিকাণ্ডে ১৭ জন শিশু মারা গেছে। রবিবার রাতে আদিবাসী শিশুদের ওই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় বেশির ভাগ শিশুই ঘুমিয়েছিল বলে অনেকেই আগুন ও ধোঁয়া থেকে পালিয়ে বাঁচতে পারেনি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে ও নিখোঁজ রয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১৭ জন মেয়েশিশু মারা গেছে। আহতের সংখ্যা ৫। দুজন শিশু নিখোঁজ রয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকর্মীরা গতকাল আগুন লাগার ঘটনার পর থেকে আজ সোমবার সকাল পর্যন্ত উদ্ধার তৎপরতা চালান। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
স্কুলটি ব্যক্তিমালিকানাধীন ওই স্কুলে ৩৮ জন শিক্ষার্থী ছিল। পাহাড়ে সুবিধাবঞ্চিত আদিবাসী শিশুদের জন্য ওই স্কুলটি পরিচালিত হয়। সেখানে ছয় থেকে ১৩ বছরের মেয়ে শিশুরা থাকত।
বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৬/ আফরোজ