যুক্তরাষ্ট্রকে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপনের সুযোগ করে দেওয়ায় রোমানিয়া ও পোল্যান্ডকে হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাজধানী এথেন্সে গ্রিস প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের সঙ্গে বৈঠককালে তিনি এ হুমকি দেন।
পুতিন অভিযোগ করে বলেন, পোল্যান্ড ও রোমানিয়া তাদের মাটিতে যুক্তরাষ্ট্রকে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপনের সুযোগ দিয়েছে। এটি রাশিয়ার নিরাপত্তা জন্য হুমকি হয়ে উঠেছে। আর এ কারণে এই দেশ দুটি রাশিয়ার ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে।
তিনি বলেন, মস্কো এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে বারবার সতর্ক করে আসছে। কিন্তু ওয়াশিংটন ও তার মিত্ররা এটি কানে তোলেনি।
গত মাসে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের হামলা থেকে রক্ষা পেতে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, রাশিয়ার জন্য নয়। এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ রোমানিয়ায় মোতায়েন করা হয়েছে। অপর অংশটি পোল্যান্ডে মোতায়েনের কাজ চলছে।
পুতিন বলেন, 'যদি গতকাল রোমানিয়ার জনগণ স্বাভাবিকভাবে সীমা অতিক্রম করার অর্থ না বুঝে থাকে তাহলে আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আজ আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ নিব। একই বিষয় পোল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য।'
তবে তিনি বলেন, আমাদের প্রতিবেশীদের কাছে ক্ষেপণাস্ত্র আসার আগ পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নেব না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ