যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সির মধ্যবর্তী এলাকার হাডসন নদীতে ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্লেনটির পাইলট নিহত হয়েছেন। তবে প্লেনটিতে কতজন আরোহী ছিলেন প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (২৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (২৭ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে জর্জ ওয়াশিংটন ব্রিজ থেকে প্রায় দুই মাইল দূরে 'পি ৪৭' নামে প্লেনটি বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে বিধ্বস্ত প্লেনটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়কার। খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে দেশটির মেরিন ইউনিটগুলো।
প্লেনটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পরেই পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ