প্রথমবারের মতো হংকং সফরে গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিটিশ উপনিবেশ হতে চীনের কাছে হংকংয়ের হস্তান্তরের ২০ বছর পূর্তির দিবসটি স্মরণীয় করে রাখতেই চীনা প্রেসিডেন্টের এ সফর।
২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম সস্ত্রীক হংকংয়ের বিমানবন্দরে বৃহস্পতিবার পৌঁছান চীনের এ শীর্ষ নেতা। তার এ সফরটি মূলত প্রতীকি তবে হংকংয়ের রাজনৈতি ক্ষেত্রে এর গুরুত্বও অত্যধিক।
যদিও এ সফরে সরকারিভাবে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছেন শি জিনপিং। তবে বেইজিং বিরোধী শিবির থেকে তীব্র প্রতিবাদও লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, হংকং গণচীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি। অপর অঞ্চলটি হল ম্যাকাও। ২৬০ টিরও বেশি বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটি পার্ল নদীর বদ্বীপের পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে চীনের কুয়াংতুং প্রদেশ এবং পূর্ব, পশ্চিম আর দক্ষিণে দক্ষিণ চীন সাগর অবস্থিত। শক্তিশালী বাজার অর্থনীতির জন্যই হংকংয়ের প্রসিদ্ধি। ১৮৪১ সালের ২৫ জানুয়ারি এটি ব্রিটিশ উপনিবেশভুক্ত হয় এবং ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
সূত্র: বিবিসি ও উইকিপিডিয়া
বিডি প্রতিদিন/ ২৯ জুন, ২০১৭/ ই জাহান