সিরিয়ার শতকরা ৯০ ভাগ ভূমি সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ তথ্য জানিয়ে সিরিয়ার জ্বালানি খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ারও আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার মস্কোয় এক বক্তব্যে রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি সেদেশের উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশের ৭০০ বর্গকিলোমিটারেরও বেশি এলাকা সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে।
গত এক মাস ধরে চলা এ অভিযানে সিরিয়ার সেনাবাহিনী ইদলিব প্রদেশের কেন্দ্রীয় শহরের ৩০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে এবং বহু বছর পর আলেপ্পো-দামেস্ক মহাসড়কের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। সেইসঙ্গে তারা পশ্চিম আলেপ্পো থেকে সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে এবং সিরিয়ার বাণিজ্যিক রাজধানী বলে পরিচিত এই নগরী বর্তমানে সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে।
এ অবস্থায় সিরিয়ার জ্বালানি খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন সের্গেই শোইগু । সূত্র: পার্সটুডে
বিডি-প্রতিদিন/মাহবুব