যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ও নতুন ধরনের বলে উল্লেখ করেছে পিয়ংইয়ং। তাদের পরীক্ষাকে গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে পিয়ংইয়ং জানিয়েছে, শত্রুর মোকাবিলা করতে সদা প্রস্তুত তাদের সেনারা।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এটিকে বড় ধরনের উসকানি বলে মনে করছে না। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বলছে, সেনাবাহিনীর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়েছে। উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মের বাইরে যায়নি বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কয়েক বার বৈঠক হয়। তবে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
জানা যায়, নতুন ধরনের মিসাইল দুটি ৬০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আড়াই টনের মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এগুলো। এর কার্যক্ষমতা প্রতিবেশী দেশ জাপানের ধারণারও বাইরে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের পরপরই উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার