ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে পড়লেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রুশ প্রধানমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্টের নেতৃত্বের সব সরকারি কর্মকর্তাদের দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে কাজ করতে হবে।
রাশিয়ার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করে নিরাপত্তা এবং নাগরিক সুরক্ষা নিশ্চিত করাই এই পরিস্থিতিতে প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন মিশুতিন।
প্রেসিডেন্ট পুতিনের প্রতাপে মিশুতিনের নামটা এতোদিন কমই শোনা গেছে। ২০২০ সালে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন পুতিন। এবার দেশের সঙ্কটে তিনিও সামনে এলেন। এটা একটু ব্যতিক্রম ঘটনা বলেই উল্লেখ করেছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদনি/নাজমুল