ব্রাজিলের প্রেসিডেন্ট ইনাসিও লুলা দি সিলভা বলেছেন, তার দেশ ইউক্রেনে শান্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কেউই শান্তির জন্য প্রস্তুত নয়।
এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন, ‘শান্তির জন্য পুতিনও প্রস্তুত নন, আবার জেলেনস্কিও নন।’
ব্রাজিলের এই প্রেসিডেন্ট বলেন, অন্যান্য নিরপেক্ষ দেশের সঙ্গে শান্তির প্রস্তাবনা চাওয়া হচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন যখন শান্তির প্রস্তাবনা গ্রহণ করতে প্রস্তুত হবে, তখন এগুলো উপস্থাপন করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল