পাঁচজন মার্কিন-ইরানিয়ান যৌথ নাগরিককে বন্দীদশা থেকে মুক্তি দিয়েছে তেহরান। মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, কারাবন্দী অবস্থা থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সিয়ামাক নামাজি, ইমাদ সারগি এবং মোরাদ তাহবাজ। এছাড়া অজ্ঞাত চতুর্থ আরেক ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়েছে বলে মুক্তিপ্রাপ্ত একজনের আইনজীবী জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের একজন নাগরিককেও মুক্তি দিয়েছে ইরান। এর আগে তাদের মুক্তি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, নাগরিকদের বন্দীদশা থেকে মুক্তি পাওয়া অবশ্যই একটি আশাব্যঞ্জক খবর। তাদেরকে আর আটক রাখা উচিত নয়। মুক্তিপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রে না ফেরা পর্যন্ত তারা বিশ্রাম নেবেন না বলেও ওই কর্মকর্তা মন্তব্য করেন।
জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন দৈত নাগরিকদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের বন্দীদশা থেকে যুক্তরাষ্ট্র-ইরানের যৌথ নাগরিকদের মুক্তিতে তৃতীয় একটি দেশ মধ্যস্থতা করেছে। এই মুক্তির ফলে দক্ষিণ কোরিয়ায় জব্দকৃত ইরানের ৬ বিলিয়ন ডলার সমমূল্যের ফান্ড কাতারে স্থানান্তরিত করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল