পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ঐক্যই আমাদের শক্তি। এ শক্তিই হবে আগামী দিনের পরিবর্তনের চালিকাশক্তি। আমরা সম্মিলিতভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, এবার ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ব। গতকাল পিরোজপুর সদর উপজেলার ৬ নম্বর শারিকতলা ডুমুরীতলা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনাজ পারভীনের সভাপতিত্বে ও ইউপি সচিব সুমন শিকদারের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদের সব জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
মাসুদ সাঈদী বলেন, বিভেদ নয়, আমাদের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করতে হবে। সত্যিকারের বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হলে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐকবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আবদুর রব, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।