ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ অঞ্চল খারকিভের কুপিয়ানস্ক থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
কয়েকদিন ধরে রুশ বাহিনীর অব্যাহত গোলাবর্ষণ পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় সেখানকার ২৭টি বসতির সব বেসামরিক মানুষকে দ্রুত সময়ের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয় ইউক্রেন।
বৃহস্পতিবার রুশ বাহিনীর ছোড়া গোলায় এক নারীর মৃত্যু হয় বলে জানায় ইউক্রেন।
রাশিয়া দাবি করেছে, তাদের হামলার মুখে সেখানে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী। তবে ইউক্রেন দাবি করেছে রুশ সেনাদের হামলা প্রতিহত করা হয়েছে। যুদ্ধে লিপ্ত দুই দেশের সেনাদের পাল্টাপাল্টি বিবৃতির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কুপিয়ানস্ক বিভাগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দুটি শহর ও ৩৫টি গ্রামের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও সেখানে যারা রয়ে গেছেন তাদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম