বিমান হামলা চালিয়ে হামাসের আরেক সিনিয়র কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
বুধবার আইডিএফ বলেছে, “তারা হামাসের উত্তর গাজার খান ইউনুস ইউনিটের কমান্ডার তাইসির মুবাশ্বেরকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে।”
আইডিএফ আরো জানায়, মুবাশ্বের অনেক বছর ধরে ইসরায়েলি বেসামরিক নাগরিক ও আইডিএফ সেনাদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী হামলার জন্য দায়ী ছিলেন।তবে রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস।
এর আগে মঙ্গলবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিমান হামলা চালিয়ে হামাসের অ্যান্টি-ট্যাংক ইউনিটের প্রধান ইব্রাহিম আল সাহেরকে হত্যার দাবি করে।
আইডিএফ হামাসের সেসব নেতাদের খুঁজে বের করার চেষ্টা করছে, যারা গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলায় নেতৃত্ব দিয়েছিল। হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইতোমধ্যে হামাসের প্রায় ১০ জন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। সূত্র: জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল, ইসরায়েল ন্যাশনাল নিউজ
বিডি প্রতিদিন/আজাদ