ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আক্রমণ করে তাহলে তার দেশের তরুণরা পুনর্নির্মাণের জন্য প্রস্তুত থাকবে।
তিনি বলেন, "তারা আমাদের পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত করে আমাদের হুমকি দেয়। কিন্তু আপনি আমাদের শিশুদের মস্তিষ্ক ধ্বংস করতে পারবেন না।"
পেজেশকিয়ান বলেছেন, "আপনি যদি ১০০টি পারমাণবিক কেন্দ্রে আঘাত করেন, তাহলে আমাদের শিশুরা আরও হাজার হাজার পারমাণবিক কেন্দ্র তৈরি করবে।"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে ইরানে ইসরায়েলের আঘাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন। তারপরই ইরান এই বার্তা দিল।
বৃহস্পতিবার ইরানের বিমান বাহিনীর প্রধান জেনারেল হামিদ ওয়াহেদি বলেছেন, "আমরা সকল দেশকে, বন্ধু এবং শত্রু উভয়কেই বলছি যে আমাদের দেশের মতবাদ প্রতিরক্ষামূলক, তবে আমরা যেকোনো শত্রুর আক্রমণের বিরুদ্ধে শক্তির সাথে জবাব দেব।"
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল