ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি জিপ গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১০ জন ভক্ত নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়ের মেজা এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও ১৯ জন। ছত্তিশগড়ের করবা জেলা থেকে আসা ভক্তরা কুম্ভমেলার গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার কবলে পড়েন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। তিনি দ্রুত চিকিৎসা ও অন্যান্য সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত সপ্তাহে কুম্ভমেলা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অন্ধ্র প্রদেশের সাতজন ভক্ত নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হন অন্তত দুইজন।
এ ছাড়া গত ২৯ জানুয়ারি মহাকুম্ভমেলায় পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। গত ১৩ জানুয়ারি মহাকুম্ভমেলার শুরু হয়েছে, শেষ হবে আগামী ২৬ ফেব্রুয়ারি।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/নাজিম