শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

রবীন্দ্রনাথের লেখাকে কাহলিল জিবরানের বলে চালালেন ইমরান

রবীন্দ্রনাথের লেখাকে কাহলিল জিবরানের বলে চালালেন ইমরান

এবার টুইট করে তীব্র সমালোচনার মুখে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা ব্যবহার করে তার কৃতিত্ব লেবানিজ শিল্পী কাহলিল জিবরানকে দেওয়ায় নেটিজেনরা এ নিয়ে বিরূপ মন্তব্য করেন। সম্প্রতি ইমরান লিখেছেন, ‘স্বদিচ্ছা’র অর্থ জেনে নিন কাহলিল জিবরানের ভাষায়। তবে কাহলিল জিবরানের কৃতিত্ব দিয়ে ইমরানের করা টুইট মূলত রবীন্দ্রনাথের লেখা। আর তা নিয়েই ইমরান খানকে নিয়ে শুরু হয়েছে ট্রোল করা। টুইটে রবীন্দ্রনাথের যে ইংরেজি লেখাটি ইমরান তুলে ধরেছেন তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, জীবন শুধুই আনন্দে পরিপূর্ণ। আমি জেগে উঠলাম আর দেখলাম জীবন কাজে পরিপূর্ণ। আমি কাজ করলাম এবং দেখলাম কাজই আনন্দ।’

সর্বশেষ খবর