সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে রাশিয়া’

যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে, রুশ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে দায়ী করে গুজব ছড়ানো হচ্ছে। তবে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া ওই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে  কোভিড-১৯ নামে এক নতুন রোগের উদ্ভব হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে হাজার হাজার প্রোফাইল থেকে ওই তত্ত্ব ছড়ানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের ওই অভিযোগকে ‘ভুয়া’ বলে নাকচ করে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ খবর