শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

ইরানে ১০ হাজার স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

ইরানে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে অন্তত ১০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। গতকাল দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আধা-সরকারি সংবাদ সংস্থা আইএলএনএ। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ২৪৯ জন। আক্রান্ত হয়েছেন এক লাখ ২৯ হাজার ৩৪১ জন। কভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে শতাধিক স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে গত এপ্রিলে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। তবে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটি।  এদিকে গতকাল দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি ঈদুল ফিতরের সময় ভ্রমণ এড়ানোর জন্য ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

সর্বশেষ খবর