মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নতুন করোনাভাইরাস কতটা ভয়ংকর

করোনার প্রতিষেধক দেওয়া যখন পুরোদমে চলছে, তখনই লন্ডনসহ দক্ষিণ ইংল্যান্ডে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনাভাইরাস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, নতুন ধরনের করোনাভাইরাস আগের তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায়। যার জেরে দক্ষিণ ইংল্যান্ডে সম্প্রতি অতি দ্রুত গতিতে করোনা ছড়িয়েছে। তবে জনসন জানিয়েছেন, নতুন ধরনের করোনাভাইরাস আরও মারাত্মক কি না, তার জন্য আরও প্রবল অসুস্থতা হচ্ছে কি না তা এখনো জানা যায়নি। গত সপ্তাহে যুক্তরাজ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ ভাইরাস সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছিল, তা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। লন্ডনের নতুন যারা করোনায় আক্রান্ত হয়েছেন তার ৬০ শতাংশই নতুন ভাইরাসের কবলে পড়েছেন। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রবিবার এ ভাইরাসে ১ হাজার ১০০ জন আক্রান্ত হন। এ ভাইরাস প্রথমে দক্ষিণ আফ্রিকায় দেখা গিয়েছিল। ভাইরাসের চরিত্র বদল করা নতুন নয়। তবে এ ভাইরাসে মানুষের অসুস্থতা আরও জটিল চেহারা নিচ্ছে কি না তা এখনো স্পষ্ট নয়।

সর্বশেষ খবর