যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসার এক বছর পূর্তির এক দিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েক ডজন নারীর বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান। এ সময় নারীদের বেধড়ক লাঠিপেটার পাশাপাশি ফাঁকা গুলিও ছুড়েছে তালেবানের যোদ্ধারা। বিবিসি বলছে, প্রায় ৪০ জন নারী তাদের স্বাধীনতা ও অধিকারের দাবিতে রাজধানী কাবুলে মিছিল করেছেন। পরে তালেবানের সদস্যরা লাঠিচার্জ এবং শূন্যে গুলি ছুড়ে সেই মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে। তালেবানের যোদ্ধারা বিক্ষোভে অংশ নেওয়া নারীদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে নারীদের অধিকার কঠোরভাবে সীমিত করেছে তালেবান। গতকাল কাবুলের বিক্ষোভে অংশ নেওয়া নারীদের হাতে বিভিন্ন ধরনের ব্যানার দেখা যায়। এ সময় তালেবানের ক্ষমতাগ্রহণের দিন গত বছরের ১৫ আগষ্টকে ইঙ্গিত করে লেখা একটি ব্যানারে দেখা যায়, ‘১৫ আগস্ট একটি কালো দিন।’ বিক্ষোভকারী নারীদের ‘রুটি, রুজি আর স্বাধীনতার’ দাবিতে স্লোগানও দিতে শোনা যায়। বিক্ষোভকারী একজন নারী বিবিসিকে বলেন, ‘এবার তারা আমাদের বেশি মারধর করেনি। এর আগে তারা আমাদের যেভাবে মারধর করেছে, এবারে তা ভিন্ন ছিল। তারা আকাশে গুলি ছুড়েছে। আমরা ভীত থাকলেও মেয়েদের অধিকারের দাবিতে লড়তে বেরিয়েছি। যাতে কমপক্ষে মেয়েদের স্কুলগুলো খুলে দেয় তালেবান।’ দেশটিতে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে নারীদের স্বাধীনতা সীমিত করে বিভিন্ন ধরনের আদেশ জারি করা হয়েছে। এসব আদেশে নারীদের বেশিরভাগ সরকারি চাকরি ও মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত এবং পুরুষ অভিভাবক ছাড়া ৭০ কিলোমিটারের বেশি দূরে ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। গত মে মাসে নারীদের কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পর্দা করার আদেশ জারি করে দেশটির সশস্ত্র এই গোষ্ঠী। বিবিসি।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে