শিরোনাম
সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

এবার টেক্সাসে শপিং মলে বন্দুকধারীর গুলি, নিহত ৯

যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ঘটনাটি টেক্সাসের। জানা গেছে, টেক্সাসের একটি শপিং মলে গুলি চালানো হয়েছে, যেখানে শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সন্দেহভাজন ব্যক্তি টেক্সাসের অ্যালেনের অ্যালেন প্রিমিয়াম আউটলেট মলে গুলি চালায়। পুলিশ অ্যালেন প্রিমিয়াম আউটলেটে উপস্থিত রয়েছে। খবরে বলা হয়েছে, পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, একজন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি করতে থাকে পথচারীদের ওপর। ভিকটিমদের মধ্যে কয়েকটি শিশু আছে এবং শপিং মলের বাইরের ফুটপাতে জমাট রক্ত পড়ে আছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট একে অবর্ণনীয় এক ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনে যে কোনো সহযোগিতার জন্য রাজ্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শী ফন্টাইনি পেটন বলেছেন, এইচঅ্যান্ডএমে কেনাকাটা করছিলেন। এ সময় তার কানে ছিল হেডফোন। তার ভিতর দিয়েই তিনি গুলির শব্দ শুনতে পান।

সর্বশেষ খবর