ইসলামী শরিয়তের দৃষ্টিতে বুদ্ধিবৃত্তিক কাজের স্বত্ব সংরক্ষণযোগ্য। চাই তা কাগুজে হোক অথবা ডিজিটাল। সুতরাং লেখক বা প্রকাশকের পক্ষ থেকে স্বত্ব সংরক্ষণের ঘোষণা দেওয়া হলে তা স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, বাণিজ্যিক উদ্দেশ্যে তার অনুলিপিও তৈরি করা যাবে না। আর যদি মূল বইটি কাগজে ছাপা হয় এবং তাতে লেখা থাকে ‘সকল স্বত্ব সংরক্ষিত’, তবে এর পিডিএফ দ্বারা উপকৃত হওয়া যাবে।
কেননা এমন প্রকাশিত বইয়ের স্বত্ব সংরক্ষণ দ্বারা সাধারণত কাগজে মুদ্রণ করে বাজারজাত করা উদ্দেশ্য হয়। ফকিহরা বলেন, যদিও পিডিএফ বই কাগজে প্রকাশিত বইয়ের অনুলিপি হয়, তবু সত্ত্বাগতভাবে ও গুণাবলির বিচারে উভয়ের মধ্যে মৌলিক পার্থক্য আছে। তাই কাগজে প্রকাশিত বইয়ে স্বত্ব সংরক্ষণের ঘোষণা দিলেও তা পিডিএফের জন্য প্রযোজ্য হবে না। কাগজে প্রকাশিত বই, যাতে স্বত্ব সংরক্ষণের ঘোষণা আছে তা দ্বারা কেবল ব্যক্তিগতভাবে উপকৃত হওয়া যাবে। তা কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যেমন- কোনো অ্যাপে যুক্ত করে অর্থ উপার্জন করা। কেননা এগুলো বইয়ের বিক্রির ওপর প্রভাব ফেলে এবং স্বত্বাধিকারীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে।
অন্যদিকে যেসব বইয়ের স্বত্ব সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়নি অথবা তার স্বত্বাধিকারী পিডিএফ প্রচার করা হচ্ছে জেনেও অসন্তোষ প্রকাশ করেনি অথবা প্রতিবাদ করেনি, এমন বই দ্বারা নিজে উপকৃত হওয়া এবং অন্যকে উপকৃত হওয়ার সুযোগ করে দেওয়া দোষের নয়।
যেসব পিডিএফ বই অনলাইনে পাওয়া যায় এবং তাতে স্বত্ব সংরক্ষণের ঘোষণা থাকে, কিন্তু এ কথা জানা যায় যে এটা স্বত্বাধিকারীর অনুমতিতে পিডিএফ করা হয়েছে, নাকি অনুমতি ছাড়াই পিডিএফ করা হয়েছে, সে ক্ষেত্রে ব্যক্তি নিজের প্রবল ধারণা অনুযায়ী আমল করবে। যদি ব্যক্তির প্রবল ধারণা হয় স্বত্বাধিকারী এতে সন্তুষ্ট নয়, তবে তাকওয়ার দাবি হলো এগুলো পরিহার করা। এর পরও কেউ যদি তা দ্বারা উপকৃত হয়, তবে তার জন্য তা নাজায়েজ হবে না। এ ক্ষেত্রে অনলাইনে প্রকাশকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এর দায় বর্তাবে, পাঠকের ওপর নয়।
ফকিহ আলেমরা এটাও বলেন, যেকোনো বই যদি দুষ্পাপ্য হয় অথবা তালিবুল ইলমের (জ্ঞানান্বেষী) পক্ষে তার মূল্য বহন করা সাধ্যাতীত হয়, তবে এমন বইয়ের (প্রিন্ট কপি বা অনুলিপি উদ্দেশ্য) মালিকের অনুমতি নিয়ে এর ফটোকপি করা এবং অন্য কোনোভাবে প্রতিলিপি করে নিজের কাছে সংরক্ষণ করা নাজায়েজ নয়। এটা লেখকের স্বত্ব সংরক্ষণের বিরোধী বলে গণ্য হবে না।
যে বইয়ের স্বত্ব সংরক্ষিত তা প্রচারের উদ্দেশ্যে পিডিএফ করতে চাইলে স্বত্বাধিকারীর অনুমতি নিতে হবে। কেননা এমন কাজ বইয়ের বিক্রির ওপর প্রভাব ফেলে এবং স্বত্বাধিকারীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। আর বই প্রকাশের ক্ষেত্রে লেখক বা প্রকাশকের বাণিজ্যিক উদ্দেশ্যও থাকে। আল্লাহ সর্ববিষয়ে সবচেয়ে ভালো জানেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ