চারদিক একেবারে কুয়াশাময়। খুব কাছাকাছি দেখার জো নেই। আর এ ঘন কুয়াশার মধ্যেই উড়তে উড়তে দুটি বিমান একেবারে কাছাকাছি চলে আসে। এটিসি এবং পাইলটদের তৎপরতায় কার্যত কোনও রকমে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দুটি বিমান।
গতরাতে ঘটনাটি ঘটে ভারতের দমদম বিমানবন্দরে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ১০টা ২০মিনিট নাগাদ বিমান ওঠানামায় কোনও সমস্যা মনে হয়নি ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির। কিছুক্ষণের মধ্যে শহরের আকাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। সেই সময়ে স্পাইস জেটের একটি বিমান নামার কথা। কার্যত, ঝুঁকি নিয়েই রানওয়েতে পৌঁছায় বিমানের চালক কিন্তু কিছুক্ষণের মধ্যে এটিসিকে বিমানের চালক এটিসিকে জানায়, কিছু তারা দেখতে পাচ্ছেন না। এমনকি, পথ দেখানোর জন্য সাহায্য চান। তৎক্ষণাৎ এটিসি বিমানের চালককে সাহায্যের জন্য আলো লাগানো একটি বিশেষ জিপ পাঠিয়ে সাহায্য করে।
জিপের আলো অনুসরণ করে গন্তব্যস্থলে পৌঁছে যায় বিমানটি সাময়িক বিপদ কেটে গেলেও, কুয়াশের মধ্যেই রানওয়েতে নেমে পড়ে আরও একটি বিমান। রানওয়েতে নেমে পড়েই কিছু দেখতে না পেয়ে ফের এটিসির কাছে সাহায্য চান ওই বিমানের চালক। বিপদ বুঝতে পেরে ঝুঁকি নিয়েই ওই বিমানের চালককে রানওয়েতে থেমে যেতে বলে এটিসি। আগের বিমাটিকে গন্তব্যে পৌঁছে দিয়েই এই বিমানটিকে সাহায্যে এগিয়ে আসে আলো লাগানো বিশেষ জিপটি। কোনও রকমে পথ দেখিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয় এই বিমানটিকেও।
সঠিক সময়ে ট্র্যাফিক কন্ট্রোলের কর্মকর্তারা সিদ্ধান্ত না নিলে দুটি বিমানের সংঘর্ষ অবধারিত ছিল বলেই মত বন্দর কর্তৃপক্ষের। এদিকে হঠাৎ করে শহরের আকাশে কুয়াশা এসে যাওয়াতেই এই বিপত্তি বলে মত দিয়েছে বিমান কর্তৃপক্ষ।