চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. নজরুল ইসলামকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে নির্বাচিত হওয়ার ১০মাস পর হাইকোর্টের নির্দেশে গতকাল মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি। গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নজরুল ইসলাম হত্যা ও নাশকতাসহ ১৮ মামলার পলাতক আসামি থাকা অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারগারে পাঠায়। পরে উচ্চ আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি লাভ করে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু তার নামে দায়েরকৃত মামলাগুলোর চার্জশীট আদালতে গৃহীত হওয়ায় আইন ও বিধি অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রনালয় তাকে মেয়রের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং গত ১৪ মার্চ বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) মো. সাইদুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়। পরে বরখাস্তকৃত মেয়র ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. নজরুল ইসলাম এই বরখাস্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্ট বরখাস্ত আদেশ বাতিল করে তাকে স্বপদে বহালের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় অধ্যক্ষ নজরুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে তাকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত মেয়রকে নির্দেশ দেয়। গতকাল সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন অধ্যক্ষ নজরুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পরপরই সদর মডেল থানার বিপুল সংখ্যক পুলিশ মেয়রকে গ্রেফতারের জন্য পৌর ভবন ঘেরাও করে মেয়রকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে বেলা সোয়া ১টার দিকে মেয়র তার চেম্বার থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠলে পুলিশ জানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ সময় তার আইনজীবী পুলিশকে জানান, ওই মামলায় আত্মসমর্পণের জন্য তিনি আদালতে যাচ্ছেন। পরে তিনি পুলিশ প্রহরায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গত ১ আগস্ট গভীর রাতে সদর মডেল থানা পুলিশ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম মণ্ডলপাড়ায় নাশকতা চালানোর উদ্দেশ্যে গোপনসভা করার সময় বিপুল সংখ্যক ককটেল ও আধাকেজি গান পাউডারসহ জামায়াত-শিবিরের ২১ নেতা-কর্মীকে গ্রেফতার করে। পরে ওই ঘটনায় ২৩জন নামীয়সহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে এসআই আমিনুল ইসলাম বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার নামীয় আসামি জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মেয়র মো. নজরুল ইসলাম।
শিরোনাম
- সড়কে গাছ ফেলে অভিনব কায়দায় ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
দায়িত্ব নেয়ার ৩ ঘণ্টা পর গ্রেফতার জামায়াতের মেয়র
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর