সরকার যে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে যাচ্ছে, তা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে ধীরগতি এবং বিলম্ব করা হচ্ছে বলে মনে করেন এফবিসিসিআইর সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তার মতে, অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি চালুর ব্যাপারে সরকারকে টার্গেট ঠিক করে টাইমলাইন বেঁধে দিতে হবে। এটা না করলে বিদেশি বিনিয়োগ আসবে না। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে আবদুল মাতলুব আহমাদ আরও বলেন, বাংলাদেশে অনেক দিন যাবৎ দেশি-বিদেশি বিনিয়োগের জন্য জমির অভাব। এই জমির অভাবে বড় আকারে শিল্প করা সম্ভব হয়নি। এ ছাড়াও যত্রতত্র শিল্প-কারখানায় সরকারের পক্ষে গ্যাস-বিদ্যুতের সংযোগ এবং সড়ক যোগাযোগের ব্যবস্থা করা প্রায় অসম্ভব। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারা দেশে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে তিন ধরনের সুবিধায়। একটি হলো— সরকার নিজে করা, আরেকটি বেসরকারি খাতে এবং অপরটি হলো সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি ভিত্তিতে। প্রায় ১০টি বেসরকারি খাতে এবং ১৫টি সরকারিভাবে বাস্তবায়নের পথে রয়েছে। বেসরকারি খাত ধীরগতিতে কাজ করছে। আবার সরকারিগুলোতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক বিলম্ব করা হচ্ছে। তিনি বলেন, সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলো খাস জমিতে হওয়ার কারণে বিলম্ব হবে। আমার ধারাণা- আরও দুই থেকে তিন বছর সময় লাগবে। তাই সরকারের উচিত হবে, একটা টার্গেট ঠিক করা। এরপর টাইমলাইন বেঁধে দিতে হবে। না হলে বিদেশি বিনিয়োগ আসবে না। এক্ষেত্রে অর্থনৈতিক জোন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বেজাকে অনেক সক্রিয় হতে হবে। তাদের আরও দ্রুত গতিতে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি পর্যায়ে একটি করে মোট দুটি জোন পুরোপুরি বাস্তবায়ন করে সবাইকে উদাহরণ হিসেবে দেখাতে হবে।
শিরোনাম
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
- মাদারীপুরের ডাসারে পুকুরে ডুবে দুই ভাই নিহত
নির্দিষ্ট টাইমলাইন থাকতে হবে
—— আবদুল মাতলুব আহমাদ
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর