শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে এবি ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এবি ব্যাংকের অফশোর ইউনিটের মাধ্যমে চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (৩৪০ কোটি টাকা) বের করে নেওয়ার অভিযোগ রয়েছে। জানা গেছে, পরস্পর যোগসাজশে সিঙ্গাপুরে একটি অফশোর প্রতিষ্ঠানে টাকা পাচারের অভিযোগের তদন্তে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আগের দিন দুদকের নোটিস পেয়ে সকাল ৯টায় দুদক কার্যালয়ে হাজির হন এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক। সকাল সাড়ে ৯টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

জিজ্ঞাসাবাদ শেষ হয় বিকাল সাড়ে ৪টায়। এ সময় সাংবাদিকদের বলেন, ‘যা বলার ওপরে জিজ্ঞাসাবাদে বলেছি।’ ব্যাংকটির সাবেক এমডি ফজলার রহমানের জিজ্ঞাসাবাদ শুরু হয় সকাল ১০টায়। জিজ্ঞাসাবাদ শেষ হয় বিকাল ৫টায়। জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের ব্যাখ্যা দিয়েছি। বাকিটা তারা (দুদক) ভালো বলতে পারবে। অর্থ পাচার সম্পর্কে আমি কিছু বলতে পারব না।’ দুদক সূত্র জানিয়েছে, এর আগে ৯ ডিসেম্বর এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমান, শামীম আহমেদ চৌধুরী এবং হেড অব ফিন্যানশিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে নোটিস পাঠানো হয়। ওই নোটিসে তাদের ১৩ ও ১৪ ডিসেম্বর দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য উপস্থিত হতে বলা হয়। কিন্তু ওই সময় তারা আসেননি। কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন বলে দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। দুদক জানিয়েছে, ৩১ ডিসেম্বর ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী ও হেড অব ফিন্যানশিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। এরপর ২ জানুয়ারি ব্যাংকটির আরও পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা হলেন হেড অব করপোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, ব্যাংক কোম্পানি সেক্রেটারি মহাদেব সরকার সুমন ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা এম এন আজিম।

সর্বশেষ খবর