মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেডিকেলের ডাস্টবিনে ৩১ নবজাতকের মৃতদেহ, তুলকালাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে ৩১ নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করেন হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীরা। একসঙ্গে এতগুলো নবজাতকের মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে লোকজন ঘটনাস্থলে ভিড় করতে থাকে। অন্যান্য দিনের মতো সন্ধ্যার পর বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা মেডিকেল হাসপাতাল ক্যাম্পাসে বর্জ্য অপসারণ করতে গিয়ে ডাস্টবিনে স্তূূপ আকারে অনেক নবজাতকের লাশ দেখেন। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোদাচ্ছের কবির সাংবাদিকদের জানান, ডাস্টবিন থেকে উদ্ধার করা নবজাতকের মৃতদেহগুলো হাসপাতালের গাইনি বিভাগ থেকে ফেলা হয়েছে। এদিকে মেডিকেল ক্যাম্পাস থেকে একসঙ্গে ৩১টি নবজাতকের মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে শেরেবাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকীর হোসেন বলেন, হাসপাতালের গাইনি বিভাগের শিক্ষানবিস চিকিৎসকদের ব্যবহারিক পরীক্ষার জন্য নবজাতকের মৃতদেহগুলো সংরক্ষণ করা হয়েছিল। মেয়াদ শেষে মৃতদেহগুলো ফেলে দেওয়া হয়। কিন্তু মৃতদেহগুলো মাটিচাপা না দিয়ে ডাস্টবিনে ফেলার কারণেই বিপত্তি দেখা দিয়েছে। গভীর রাতে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকীর হোসেন সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দায়িত্ব অবহেলার অভিযোগে গাইনি বিভাগের প্রধান ডা. খুরশীদ জাহান এবং নার্সিং ইনচার্জ জোৎসনা আক্তারকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশাররফ হোসেন জানান, এটি কোনো হত্যাকা  নয়। বরিশাল মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ব্যবহারিক কাজের জন্য এগুলো সংরক্ষণ করা হয়েছিল। তবে এগুলো এভাবে ফালানো উচিত হয়নি। তারপরও ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর