মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
এইচএসসি পরীক্ষা শুরু

প্রথম দিনে অনুপস্থিত ১৪৯৮৮ বহিষ্কার ২৭

নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমান পরীক্ষা গতকাল থেকে শুরু হয়েছে। এদিন ১৪ হাজার ৯৮৮ জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই হাজার ৫৭৯টি কেন্দ্র থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আটটি সাধারণ শিক্ষা বোর্ডে গতকাল ১০ হাজার ১৬০ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল। এছাড়া মাদ্রাসা বোর্ডে ২ হাজার ৬১৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ২১৪ জন অনুপস্থিত ছিল। বহিষ্কার হওয়া পরীক্ষার্থীর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি। এ বোর্ডে ২২ জন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে। গতকাল এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, আলিমে কোরআন মাজিদ ও এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ (নতুন সিলেবাস), বিকালে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দীপু মনি আরও বলেন, প্রশ্নপত্র ইনশাআল্লাহ ফাঁস হবে না এবং প্রশ্নপত্র ফাঁসমুক্তভাবে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের গুজব যাতে কেউ ছড়াতে না পারে, সে জন্য গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় রয়েছে। গুজব ছড়ানো, প্রতারণা করাসহ কেউ যদি এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ এইচএসসিতে বাংলা দ্বিতীয়পত্র, আলিমে হাদিস ও উসূলূল হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে বরিশাল থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১১৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৩০টি কলেজের ৬৪ হাজার ৯১৯জন পরীক্ষার্থী। বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস বলেন, স্বস্তিতে শিক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন করেছে।

সর্বশেষ খবর