শুক্রবার, ১৭ মে, ২০১৯ ০০:০০ টা

দেশের স্বার্থেই ছাত্র সংসদ দরকার

-সুলতান মোহাম্মদ মনসুর

দেশের স্বার্থেই ছাত্র সংসদ দরকার

ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেছেন, তরুণ ছাত্রসমাজের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দরকার। এ ছাড়া ছাত্রসমাজকে নৈতিক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচন জরুরি। দেশের স্বার্থেই সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা দরকার। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সুলতান মনসুর বলেন, কোন প্রক্রিয়ায় নির্বাচন হতে পারে তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। আলাপ-আলোচনার মধ্য দিয়ে প্রশাসন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করবেন এমনটাই প্রত্যাশা।

তিনি বলেন, ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনই এ নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে হবে। ছাত্র সংগঠনগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সুষ্ঠুভাবে যাতে ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাতে পারে তা নিশ্চিত করতে হবে। ছাত্রদের হলে অছাত্ররা থাকতে পারবে না। বৈধ ছাত্রদের হলে থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। সবার সহযোগিতায় শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচন হবে- এমনটাই প্রত্যাশা। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, দেশ বর্তমানে যে অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তা থেকে রক্ষা করতে বিশ্ববিদ্যালয়-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছাত্র সংসদ নির্বাচন জরুরি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর