রবিবার, ২৬ মে, ২০১৯ ০০:০০ টা

বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অপহরণের পর আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।

পুলিশ সুপার জাকির হোসেন জানান, অপহরণের তিন দিন পর বান্দরবান পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি চথোয়াইমং মারমার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে রাজবিলার জর্ডান পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, লাশের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ২২ মে রাত সাড়ে ৯টার দিকে চথোয়াইমং মারমাকে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এর আগে গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তঞ্চঙ্গ্যা নামের আরেক কর্মীকে। এখনো তিনি নিখোঁজ। গত ৯ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। ১৯ মে বান্দরবানের রাজবিলায় আওয়ামী লীগের সর্মথক ক্য চিং থোয়াই মারমাকে (২৭) অপহরণের পর গুলি করে হত্যা করে।

এদিকে অপহরণের পর হত্যার ঘটনায় জেএসএসের কেন্দ্রীয় নেতা কে এস মং ও জেলা সাধারণ সম্পাদক ক্যবামং মার্মাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, অপহরণ ও হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে।

সর্বশেষ খবর